আবার ফিরে আসতে চাই
-প্রসেনজিত সরকার
তোমারি কথাযে আমার জীবন চলে
তোমারি পথে আমি চলতে চাই
তোমারি সঙ্গে আমি হারিয়ে যেতে চাই
তোমার জীবনে নিজের জীবন খুজতে চাই
যেমন সকাল হয়ে রাত মুছে
তারার আলয়ে সন্ধে নামে
উজল হয়ে ওঠে পুর সংসার
এমনি জীবনের আশা চাই
তোমার জীবনে নিজের জীবন খুজতে চাই
তুমি জানতে চাও আমার জীবনে কি আছে?
শুধু তোমারি নাম আর তোমার সংসার
চোখ খুলে তমায়ে পাব এমনি ভালবাসা চাই
সুখের আলো আর প্রেমের বাসা চাই
তোমার জীবনে নিজের জীবন খুজতে চাই
কেন দুরে চলে গেলে আমায়ে একলা ছেড়ে
তবু যদি ফিরে চাইতে চাই ওই পুরনো দিনগুলো
তুমি যে আর আসবেনা এর একটা প্রমান চাই
তোমার চোখের জল আর মনের কষ্ট কারতে চাই
তোমার জবনে নিজের জীবন খুজতে চাই
তোমার জীবনে আবার ফিরে আসতে চাই|
1 comment:
What light of day isn't today?
Post a Comment